৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নলছিটিতে গু‌লি ক‌রে ক‌লেজ ছাত্রকে হত্যা, ৫ বছর পর আসামি গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নলছিটি (ঝালকা‌ঠি) প্রতিনিধি :: নির্বাচনী দ্বন্দ্বে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী ও ক‌লেজ ছাত্র সজল হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি আফজাল হো‌সেনকে (৪০) প্রায় পাঁচ বছর পর গ্রেফতার ক‌রেছে পি‌বিআই।

গ্রেফতার মো. আফজাল হো‌সেন ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলা‌দা‌রের ছে‌লে।

মঙ্গলবার (১ জুন) ভো‌রে প‌শ্চিম কাম‌দেবপুর এলাকা থেকে তা‌কে গ্রেফতার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পি‌বিআই ব‌রিশা‌লের পু‌লিশ সুপার মো. হুমায়ুন ক‌বির।

ইউনিয়ন প‌রিষদ নি‌য়ে নির্বাচনী দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জের ধ‌রে ২০১৬ সা‌লের ৩ জুলাই প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার র‌ফিকুল ইসলাম ওর‌ফে তুজাহার আলীর ছে‌লে মো. সজল‌কে মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পা‌সে গু‌লি ক‌রে হত্যা ক‌রে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মামলা দ‌া‌য়ের করা হ‌লে পু‌লিশ তদন্ত ক‌রে। ত‌বে তদ‌ন্তে ইউনিয়ন চেয়ারম্যান ক‌বির হো‌সেনের বিষয়টি এ‌ড়িয়ে গে‌লে বাদীপক্ষ অস‌ন্তোষ জানা‌লে আদালত মামলা‌টি পি‌বিআইকে তদ‌ন্তের নি‌র্দেশ দেন।

এদিকে ২০১৯ সা‌লের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাইদু‌লের স্বজনরাও ক‌বির চেয়ারম্যান‌কে দায়ী ক‌রেন। তা‌দের দা‌বি ক‌বির চেয়ারম্যা‌নের সঙ্গে সম্পর্ক থাকায় সজল হত্যায় আসামি হ‌য়ে‌ছি‌ল সাইদুল, আর সম্প‌র্কের অবন‌তি ঘটায় সাইদুল‌কে হত্যা করা হ‌য়।

সর্বশেষ