১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র হাতে এক ইরানি নাগরিক আটক

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান পরিচালনা করে এক ইরানি নাগরিককে আটক করেছে বিজিবি।
আটককৃত ওই ব্যাক্তি হলো নাসির সাইয়া (৪৮)। তিনি ইরানের তেহরান শহরের জেরাণ্ড ফজেএফ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪শে ডিসেম্বর) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে কতিপয় ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশ্যে মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত খোশালপুর বিওপি’র বিজিবি। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক করার পর জানা যায় তিনি একজন ইরানি নাগরিক।

দালালের খপ্পরে পড়ে ভারত হয়ে তিনি জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য খোশালপুর সীমান্তের ব্রীজ এলাকায় অবস্থান করছিলেন। আটককৃত নাগরিকের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগেও সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকশত বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাতেনাতে আটক করতে সক্ষম হয় বিজিবি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ