আমিনুর রহমান নয়ন: ঝিনাইদহ সীমান্ত থেকে ভারতীয় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে ৫১ মি. মি. মর্টারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে সনাক্ত করা হয় যা ভারতীয় সামরিক বাহিনী এবং বিএসএফ কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে। শনিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১৩৭-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গোলা পড়ে রয়েছে বলে স্থানীয়সূত্রে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে শুক্রবার রাত ৮টার দিকে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি ভারী অস্ত্রের গোলা সাদৃশ বস্তু দেখতে পায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিএসএফের নিকট মোবাইল ফোনে গত রাতেই যথাযথ কারণ জানতে চাওয়া হয়। এরই প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে উক্ত ঘটনার জন্য তাদের দায় এড়াতে চাইলে বিজিবি কর্তৃক বিএসএফকে বিভিন্ন তথ্য উপাত্ত, ভিডিও ইত্যাদি প্রেরণ করা হয়।
পরবর্তীতে মধ্যরাতে বিএসএফ কর্তৃক গত কয়েক দিন আগে ভারতের অভ্যন্তরে মর্টার শেল দ্বারা নিজস্ব গ্রামীণ এলাকা আলোকিত করার ঘটনা স্বীকার করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতীয় মিডিয়ায় বিএসএফ কর্তৃক ফায়ারকৃত মর্টার শেল এক ভারতীয় গৃহস্থের উঠানে পতিত হলে ভারতীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর প্রচারিত হয়েছিল। বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেল পতিত হওয়ার উক্ত ঘটনার জন্য বিএসএফ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে বিজিবিকে আশ্বস্থ করেন। এই বিষয়ে বিজিবি কর্তৃক বিএসএফকে একটি প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে আগামী ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠক সম্পন্ন হলে প্রয়োজনে এ ব্যাপারে আরও বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে। মহেশপুর থানা পুলিশের সহায়তায় উক্ত অবিস্ফোরিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলমান রয়েছে।