বরিশাল বাণী: গত ২৮ মে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বরিশাল থেকে সিএনজি যোগে নিজ বাড়ি ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে যাওয়ার পথে বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডস্থ সোনা মিয়ার পুল এলাকায় গেলে সাংবাদিক ফাহিম ফিরোজসহ তার ভাইয়েরা দেখতে পান ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সড়কের উপর পড়ে যাওয়া একটি গাছ কেটে নেয়ার কাজে নিয়োজিত আছেন সাধারণ শ্রমিকরা। এ সময় সংবাদকর্মী ফাহিম ফিরোজসহ তার অন্যান্য ভাইয়েরা জরুরী কাজ আছে বলে শ্রমিকদের কাছে বলেন- আমাদেরকে একটু যেতে দিন, আমাদের জরুরী কাজ আছে। কিন্তু শ্রমিকরা অর্ধেক কেটে ফেলা ডালটি না পড়া পর্যন্ত যেতে দিতে রাজী হননি। এ অবস্থায় নিচ দিয়ে গেলে ঝুকি আছে এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে, এমন কথা বলে তারা যেতে বারণ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে তা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। শুরু হয় তুমুল মারামারি। প্রথমে ফাহিম ও তার পাচ ভাই কিছুটা সুবিধা করতে পারলেও পরে অনেক সংখ্যক স্থানীয়রা আসলে তাদের সাথে আর পেরে ওঠা সম্ভব হয়নি। অবশেষে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার এসআই সুমন মজুমদার সাংবাদিক ফাহিমের কাছে আসেন। যদিও এসআই সুমন এটিকে তুচ্ছ ঘটনা আখ্যা দিয়ে ফাহিমকে স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দেন।পরবর্তিতে ফাহিম ও তার দুইভাই শেবাচিম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এরপর এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। এ দিকে শ্রমিকরা ফাহিমকে দোষারোপ করে থানায় আরেকটি অভিযোগ দেয়। তাতে তারা উল্লেখ করেন, ফাহিমই প্রথমে শ্রমিকদের গায়ে হাত তোলেন, যা নিয়ে পরবর্তিতে মারা মারি হয়। তারা সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ৩১ মে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, শহীদ আব্দুররব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএমজাকির হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বনিক বার্তার বরিশাল প্রতিনিধি এমমিরাজ হোসাইন, বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য সুখেন্দু এদবর, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা। মানববন্ধনে বরিশালে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝড়ে হেলেপড়া গাছ নিয়ে বিবাদে সাংবাদিককে মারধর: পাল্টাপাল্টি অভিযোগ
- মে ৩১, ২০২৪
- ৬:২৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সর্বশেষ
তরুন সাংবাদিক এম সাইফুল’র জন্মদিনে বরিশাল বাণী’র শুভেচ্ছা
১২:১৬ পূর্বাহ্ণ
বরিশালে তরুন সাংবাদিক এম সাইফুল’র শুভ জন্মদিন আজ
১২:০১ পূর্বাহ্ণ
ভোলা একদিনে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু
১১:১৫ অপরাহ্ণ
মধ্যরাত থেকে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
১০:১৮ অপরাহ্ণ
উজিরপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
১০:১৭ অপরাহ্ণ
রাজাপুরে পিএফজির সদস্যদের পূজা মন্ডপ পরিদর্শন
১০:১৫ অপরাহ্ণ
চরফ্যাশনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
৮:৫৭ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অ*স্ত্র-মাদকসহ আটক ৪
৮:৩২ অপরাহ্ণ
কুরআন-হাদীস অধ্যয়ন ও কল্যাণ ফোরামের সম্মেলন অনুষ্ঠিত
৭:৫১ অপরাহ্ণ
বামনায় উপসহকারি কৃষি অফিসারকে কু*পি*য়ে জ*খ*ম, আটক ১
৭:৩৫ অপরাহ্ণ
কুয়াকাটায় ধরা পড়ল ৬০ কেজি ওজনের পাখি মাছ
৭:২৫ অপরাহ্ণ