মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের টাকা আত্মসাদের অভিযোগে কেশিয়ারসহ ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ব্যাংকের কেশিয়ার মোঃ ইব্রাহীম (৩৫) কে শুক্রবার গ্রেপ্তার করেছেন। ইব্রাহীম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ইউনুস আলী হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়,
ইব্রাহীম ২০১৯ সালে মঠবাড়িয়া ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে কেশিয়ার হিসেবে নিয়োগ পান। কিছুদিন দক্ষতার সাথে কাজ করলেও ২০২১-২২ সালের সরকার প্রদত্ত নারীদের জন্য বিশেষ ভিজিডি চক্রের ৬৪২ জন নারীর ২‘শ টাকা হারে ২ বছরের জমানত টাকা আত্মসাৎ করেন। ওই টাকার হিসাব না দিয়ে ঘড়িমাসি করলে নোটিশ দিয়ে তাকে এজেন্ট ব্যাংক মালিক কার্যালয় হাজির করেন। এরপর সাম্যক টাকা পরিশোধ করার আশ^াস দিয়ে কৌশলে আরও নগদ ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। এ টাকা বিভিন্ন উপায়ে টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে এজেন্ট ব্যাংক মালিক পক্ষের পরিচালক মোঃ মিজানুর রহমান গত ১৬ জুন‘২৩ বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মিজানুর রহমান বলেন, প্রতারক চক্রটি কৌশলে ৬৭ লাখ, ৪৫ হাজার ৬‘শ টাকা আত্মসাৎ করায় বর্তমানে তিনি নিঃশ^ হয়ে পরেছেন। এ ঘটাতি পূরণ করতে হয়তো তার শেষ সম্বল টুকু খোয়াতে হবে।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার ব্যাংকের কেশিয়ার মোঃ ইব্রাহীমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
