অনলাইন ডেস্ক :: ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে করোনার ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যের সিনিয়র সচিব বলেন, প্রতি মাসে এখন দুই কোটির বেশি করোনার ভ্যাকসিন আসছে। ফলে ভ্যাকসিন নিয়ে আর কোনো সংকট থাকবে না।
এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংকটের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভা শেষে সিনিয়র সচিব মেডিকেল কলেজ হাসপাতালের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহম্মেদ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সিপনসহ মেডিকেল কলেজ অধ্যক্ষ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক।