এম লোকমান হোসেন : ঢাকার সুনামধন্য ব্যবসায়ী ও সমাজ সেবক আবু জাফর নিরব মিয়া এবং চেয়ারম্যান বাজারে কাপড় ব্যবসায়ী গিয়াস উদ্দিনের পিতা সাবেক দৌলাতখাঁনের বাসিন্দা বর্তমান চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাজী মোখলেছুর রহমান( ৯০) আজ ২০ জুলাই সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহির রাজিউন। তিনি ৪ছেলে ও ৪মেয়েসহ অগনিত আত্মীয় স্বজন গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ আসরবাদ (৫.৩০) মিঃ ৩ নং ওয়ার্ডস্হ মহিউদ্দিন মাষ্টার বাড়ির দরজায় অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযার নামাযে অংশ গ্রহণ করে তার রুহে মাগফেরাত কামনা করার তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে আবু জাফর নিরব মিয়া ও গিয়াস উদ্দিন মিয়া সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করেছেন।