নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভোলার চরফ্যাশনের বিএনপি ও ছাত্রদলের মরহুম তিন দলীয় নেতার আত্নার মাগফেরাত কামনা করে গতকাল শুক্রবার ২৯ জানুয়ারি ঢাকায় সাবেক সংসদ নাজিম উদ্দিন আলমের মহাখালীর বাসভবনে ‘ ঢাকাস্থ চরফ্যাশন ও মনপুরা ফোরাম ‘ দোয়া ও মিলাদের আয়োজন করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন ও মনপুরা বিএনপির সাবেক তিন তিনবারের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক
দুলার হাট থানা বি, এন, পি ‘র অভিভাবক আলহাজ্ব ফিরোজ কিবরিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম (রফিক),জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ
সভাপতি আবি আব্দুল্লাহ জুয়েলস ঢাকাস্থ চরফ্যাশন মনপুরা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ চরফ্যাশন ও মনপুরার অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষা ও রাজনীতিবিদ মাকসুদুর রহমান স্যার, সাবেক ছাত্রদলের চরফ্যাশন উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাকের পিতা হোসেন মিয়া ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম না ফেরার দেশে চলে গেছেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং আত্নার মাগফেরাত কামনা করে ওই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
