১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

তাঁর জন্মদিনে শুভেচ্ছা- লায়ন মো. গনি মিয়া বাবুল

বিশ জানুয়ারি প্রিয়তম স্ত্রীর জন্মদিন
তেত্রিশ বছর ধরে জীবন সঙ্গী কতো স্মৃতি অমলিন,
কিশোর বয়স থেকে সুখে-দুঃখে এক সাথে
প্রতিদিন এগিয়ে যাচ্ছি স্বপ্ন পূরণের পথে।
গর্ভে ধারণ করেছে রত্নের মতো তিন সন্তান সে
দুই ছেলে এক মেয়ে চিকিৎসক প্রত্যেকে,
দেশকে দিয়েছে ত্রিরত্ন উপহার
তাঁর প্রতি আমি কৃতজ্ঞ বারবার।
চলমান মোদের প্রেম প্রীতি ভালবাসা
তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা,
সন্তানেরা যেন আজীবন মানবসেবা করে
চিন্তায়-চেতনায় পরিশুদ্ধ থাকে হৃদয়ে-অন্তরে।
তাঁর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
পূরণ হোক তাঁর মনের সব ইচ্ছা।

পরিচিতি: লায়ন মো. গনি মিয়া বাবুল
উপদেষ্টা ও সাবেক সভাপতি
কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
ই মেইল: [email protected]

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ