২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তানভীর হাসানের “মধ্যবিত্ত” এর জন্য গাইলেন কোণাল ও বেলাল খান

বিনোদন ডেস্কঃ

“টান” শিরনামে একটি গানে এবার কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কোণাল ও বেলোল খান। গানটি গেয়েছেন “মধ্যবিত্ত” চলচিত্রের জন্য। গানটির কথা লিখেছেন বাকিউল আলম, সুর করেছেন মাহফুজ ইমরান এবং সংগীত পরিচালনায় ছিলেন রিয়েল আশিক। “মধ্যবিত্ত” চলচিত্রটি পরিচালনা করছেন তরুন পরিচালক তানভির হাসান।

বরিশাল বাণীর সাথে আলাপকালে পরিচালক তানভীর হাসান বলেনঃ আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের চালচিত্রকে উপজীব্য করে গড়ে উঠেছে “মধ্যবিত্ত” সিনেমার গল্প। এই গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্র গুলো ফুটিয়ে তুলছেন অভিনয় শিল্পীরা। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায়নি “মধ্যবিত্ত” সিনেমায়। এই ছবিতে প্রতিটি শিল্পী যার যার চরিত্রে অভিনয় করে সবাই তৃপ্ত।

টান শিরনামের গানটি নিয়ে কোনাল তার ফেইজবুকে লিখেছেনঃ নতুন সিনেমার গান গাইলাম আমি এবং বেলাল ভাই।
সিনেমার নাম “মধ্যবিত্ত “
গানের শিরোনাম: টান (তোমার জন্য এই পরানে লাগে বড় টান)
গান লিখেছেন: বাকিউল আলম
সুর: মাহফুজ ইমরান এবং সংগীত : রিয়েল আশিক
কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা তানভীর হাসান।

“মধ্যবিত্ত” সিনেমায় অভিনয় করেছেন এলিনা শাম্মি, শিশির সরদার, প্রয়াত মাসুম আজিজ, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজু, নবাগতা রুশা, স্বাধীন, মুকুল জামিল, সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, নাইমা নিশু, টুম্পা, আবাদী সরকার, রাকিব, লিপি, মানিক শাহ, রাজু হাওলাদার, মাইশা প্রাপ্তী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক।

“মধ্যবিত্ত” সিনেমায় মোট ৪ টি গান আছে। গানগুলো গেয়েছেন বেলাল খান, কোনাল,শফি মন্ডল, নোলক বাবু, পলি শারমিন।

সংগীত পরিচালক হিসেবে আছেন রিয়াল আশিক, অনিম খান। সুর করেছেন – প্লাবন কোরেশী, মাসুদ আহমেদ, তানভীর হাসান, মাহফুজ ইমরান। গানগুলো লিখেছেন — বাকীউল আলম, রবিউল ইসলাম রবি, কাজী শাহীন ও তানভীর হাসান।

ইমরান আহমেদ এর রূপসজ্জায় জাহাঙ্গীর রাজ এর চিত্র ধারণে সম্পাদনা করছেন এনামুল হক ও রাসেল পারভেজ।

নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার মাইকেল বাবু।

আবহ সংগীত.. হৃষীকেশ রকি।

সিনে মিডিয়ার ব্যনারে নির্মিত “মধ্যবিত্ত” চলচিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শারমীন হাসান।
খুব শিগ্রই “মধ্যবিত্ত” হলে মুক্তি পাবে বলে আশা করছেন পরিচালক তানভীর হাসান।

এ আল মামুন/বরিশাল বাণী

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ