২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেলাওয়ার হোসাইন সাঈদীকে দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল আ.লীগ : মাসুদ সাঈদী মাত্র ৮ মাসেই হেফজ সম্পন্ন করে সাড়া ফেললো নাজিরপুরের শিশু নাফিউল আমতলীতে বিদ্যালয়ের নামাজ কক্ষে শিক্ষক দম্পতির সংসার! গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কারে ছাত্ররা বাকেরগঞ্জে বিষ দিয়ে মাছ মেরে ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা ।। ক্ষতিপূরণ পাবে পরিবার, ববি শিক্ষার্থী মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ মনপুরায় জাতীয় সমবায় দিবস পালিত উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত।  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিরাজগঞ্জ জেলা কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২০ দিনে ৫৯৬ জেলের কারাদণ্ড

তালতলীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার (০৭ নভেম্বর) রাতে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ০২/২০২০। শুক্রবার(০৬ নভেম্বর) রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা(ইদুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করেন। এক সন্তান নিয়ে ওই গৃহবধূ গ্রামের বাড়িতে থাকেন। একই এলাকার আলমগীর হোসেন(৩৬)নিজের পরিচয় গোপন করে ঔ ওই গৃহবধূর সাথে প্রতিনিয়তই ফোন দিয়ে ডিস্টার্ব করে আসছেন। এরই জের ধরে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে সকিনা(ইদুপাড়া) গ্রামের গৃহবধূর বসতবাড়িতে আলমগীর হোসেন গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে পালিয়ে যায় আলমগীর হোসেন। ধর্ষণ চেষ্টাকালে গৃহবধূর হাতে,গলায় ও মুখে হাত দিয়ে আঘাত করেন ও কামড়িয়ে ফেলে রেখে যায়। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে আহত গৃহবধূকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন বলেন, ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ