কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার (০৭ নভেম্বর) রাতে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ০২/২০২০। শুক্রবার(০৬ নভেম্বর) রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা(ইদুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করেন। এক সন্তান নিয়ে ওই গৃহবধূ গ্রামের বাড়িতে থাকেন। একই এলাকার আলমগীর হোসেন(৩৬)নিজের পরিচয় গোপন করে ঔ ওই গৃহবধূর সাথে প্রতিনিয়তই ফোন দিয়ে ডিস্টার্ব করে আসছেন। এরই জের ধরে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে সকিনা(ইদুপাড়া) গ্রামের গৃহবধূর বসতবাড়িতে আলমগীর হোসেন গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে পালিয়ে যায় আলমগীর হোসেন। ধর্ষণ চেষ্টাকালে গৃহবধূর হাতে,গলায় ও মুখে হাত দিয়ে আঘাত করেন ও কামড়িয়ে ফেলে রেখে যায়। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে আহত গৃহবধূকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন বলেন, ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।