হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ জুন) বিকেলে সোনাকাটা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, সোমবার বিকেলে তালতলী সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
