তুমি তো নও ধাতব লৌহ
— সিবলু মোল্লা।
তুমিতো নও ধাতব লৌহ,
তামা পিতল কাসা।
তুমিতো সেই কামিনী রায়ের,
কুসুমকুমারীর আশা।
তুমিতো সেই সোনার ছেলে,
জাতি উদ্ভাসিত যাকে পেয়ে।
তৃষ্ণা তুরের হিস্যা মিটাও,
যারা কাতর ছিল না খেয়ে।
তুমি আক্তারুজ্জামান উচ্চ সান মান,
তুমি বাঙালির হিয়ার মাঝে রবে।
তোমার আদর্শে আদর্শিত হবে,
জাতীর সন্তান এরা সবে।