এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হিজলগাড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত সোমবার রাত ৮টার দিকে দর্শনা থানায় উপস্থিত হয়ে ওসির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আরিফ হাসান এবং সাধারণ সম্পাদক লাবলু রহমান। এ সময় উপস্থিত ছিলেন, হিজলগাড়ি প্রেসক্লাবের উপদেষ্টা শামীম হোসেন মিজি, নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক এম.এ.আর.নয়ন, অর্থ সম্পাদক মাহফুজ আলম প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে ওসি লুৎফুল কবীর হিজলগাড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের মিষ্টিমুখ করান।
