২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফিরোজ আলম(৪৫) নামের এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার শেষ বিকালে এ অর্থদ- প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, বহরমপুর ও বেতাগী সানকিপুর ইউনিয়নের খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন ড্রেজার মালিক ফিরোজ আলমকে এ জরিমানা করা হয়। ফিরোজ আলম তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা আদায় করা হয়েছে। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং ড্রেজারসহ আনুষঙ্গিক উপকরণ জব্দ করে বহরমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ’র জিম্মায় বিধি মোতাবেক নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ