দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে প্রায় আড়াই বছরের শিশু তাওহিদ হোসেন এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের মৃধা বাড়িতে এঘটনা ঘটে। নিহত তাওহিদ হোসেন সৈয়দ জাফর গ্রামের মৃধা বাড়ির স্বপন মৃধার ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবার শেষে সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পরে যায় তাওহিদ। পরে মা-বাব ও বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকার মানুষ এসে শিশুকে বহু খোঁজা খুঁজি শেষে পুকুরের পানিত বাসতে দেখে গুরুতর অসুস্থ্য অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য সিদকার দেলোয়ার হোসেন বিষটি নিশ্চিত করেন।
