নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসার ২০২৩ খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষার্থী ছাত্র -ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা আজ বুধবার সকাল দশটায় ওই মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সুপার মাওলানা সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইয়েদুল ইসলাম সোহাগ।
দাখিল পরীক্ষার্থী ফারজানা ইসলামের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা শুরু হয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়। একাধিক শিক্ষার্থী দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করেন।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাখিল পরীক্ষার্থী ফারজানা ইসলাম রাত্রি, সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন, মৌলভী আবদুর রহমান ও এম লোকমান হোসেন প্রমুখ।
পরে পরীক্ষার্থী ছাত্র -ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সুপার মাওলানা সালেহ উদ্দিন, মৌলভী আবদুর রহমান ও আমন্ত্রিত অতিথিরা। বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মুনাজাত করেন ওই মাদরাসার সহসুপার মাওলানা শহিদুল ইসলাম।