ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া। এখনো চার শত দাবানল সক্রিয় রয়েছে ওই রাজ্যটিতে। ভবিষ্যত দুর্ঘটনা এড়াতে ৩০ হাজার বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
দাবানলে এরই মধ্যে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। জল বেষ্টিত কেলোনা শহরের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ওকানাঙ্গা হ্রদের চারপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
শুক্রবার ব্রিটিশ কলম্বিয়ার ১৫ হাজার ঘর খালি করতে বলা হয়েছিল। শনিবার সন্ধ্যায় সেই সংখ্যা ৩০ হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ৩৬ হাজার বাড়িঘর খালি করার অ্যালার্টের মধ্যে রয়েছে।
ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড এবি জানিয়েছেন, ৩৫ হাজার বাসিন্দাকে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে বলা হয়েছে। আরো ৩০ হাজার বাসিন্দাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সূত্র: বিবিসি