৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষ*ণের প্রতিবাদ করায় মা ও ফুফুকে মা*রধ*র আ.লীগকে নিষিদ্ধ-স*ন্ত্রা*সীদের বিচারের দাবিতে বরিশালে ছাত্র আন্দোলনের মশাল মিছিল বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হা*ম*লা, গু*লিবি*দ্ধ ৩ টিয়া মনির কোচিংয়ে যাওয়া হলোনা পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেচিঁয়ে প্রাণ গেলো ভোলায় ৫ কবরের লা*শ-কাফনের কাপড় চু*রি কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ! বাউফলে বিএনপির জনসভায়  তারেক রহমানের ৩১ দফা মেরামত উপস্হাপন। বরিশাল পলিটেকনিকের নবীনদের বরণ করেছে ইসলামী ছাত্র শিবির

দুই ওসির বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার প্রতিবেদন দাখিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি মোঃ নূরুল ইসলাম বাদল ও ওসি (তদন্ত) আঃ হক এর বিরুদ্ধে এক যুবতী (২৩)‘র দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোঃ সুলতান মাহমুদ মিলন ২৬ নভেম্বর (স্মারক নং-১০.১২,৭৯০০,০০০,৮১,২, ৯০৪ (২)- এ প্রতিবেদন দাখিল করেন। ভুক্তভোগী ওই নারী শুক্রবার সকালে (৮ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত আমার মামলার সঠিক বিচার করবেন। গত ২৯ অক্টেবার পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ দুই পুলিশ কর্তকর্তার বিরুদ্ধে মামলা (কেস নং-১২৯/২৩) করেন তিনি।

জেলা লিগ্যাল এইড অফিসারের প্রতিবেদন ও মামলা সূত্রে জানা যায়, ওই নারীর ভাইকে বিদেশে পাঠানোর কথা বলে তাদের পূর্ব পরিচিত আদম ব্যবসায়ী উপজেলার তাফালবাড়ীয়া গ্রামের আলকাজ উদ্দিন ও তার পুত্র সৌদি প্রবাসী নাসির উদ্দিন ৭ লক্ষ ১৭ হাজার টাকা নেয়। প্রতিশ্রæতি অনুযায়ী বিদেশে না নিলে টাকা উদ্ধারের জন্য ওই নারী গত ২৫ মে‘২২ থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তদন্তের নামে বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে, পৃথকভাবে ওই নারীকে একাধিক বার ধর্ষনের চেষ্টা করে দুই পুলিশ কর্মকর্তা।

লিগ্যাল এইড অফিসার প্রতিবেদনে উল্লেখ করেন ধর্ষণ চেষ্টার প্রত্যক্ষদর্শী কোন স্বাক্ষ্য নেই এবং স্বাক্ষীদের অনেক জবানবন্দি মামলার বিররনেও নেই। তবে, তিনি বিজ্ঞ আদালতের বিবেচনার জন্য এটাও উল্লেখ করেন, একজন প্রান্তিক পর্যায়ের নারী হয়ে থানার প্রভাবশালী দুই কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মত একটি গুরুতর অভিযোগ গুরুত্বহীন ভাবে বিবেচনার সুযোগ ন্ইা।

মঠবাড়িয়া থানার সাবেক ওসি নূরুল ইসলাম বাদল বর্তমানে সাতক্ষিরা পুলিশ লাইনে এবং ওসি (তদন্ত) আব্দুল হক বরিশাল আর্মড ব্যাটারিয়ান-এ ওসি হিসেবে কর্মরত রয়েছেন।

এব্যাপারে ওসি নূরুল ইসলাম বাদল এবং ওসি (তদন্ত) আব্দুল হক সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের অহেতুক হয়রানী করার জন্য ওই নারী মিথ্যা মামলা করেছেন।

সর্বশেষ