১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

সফল ফ্রিল্যান্সার এ্যাওয়ার্ড এর নমিনেশন পেয়েছেন বরিশালের সজিব

বরিশাল বাণী: Rising Youth Award 2023 এর জন্য Freelancer ক্যাটাগরিতে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন বরিশাল জেলার- মোঃ সজিবুল ইসলাম স্বজল। এ বিষয়ে নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিবৃতি প্রকাশ করেছে Rising Youth Award প্রদানকারী কর্তৃপক্ষ। সজিব থাকেন কাউনিয়া প্রথম গলির শেষ মাথায় সুরমা নিবাসে। তার বাবা মোঃ হারুন অর রশিদ একজন সফল ব্যবসায়ী, একমাত্র বড়ভাই সাব্বির আহমেদ অন্তর একজন প্রফেশনাল আইটি ইঞ্জিনিয়ার। সজিব এবারই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে মাস্টার্স সম্পন্ন করেছেন। তার সহধর্মীনি নাজমুন নাহার মিশুও বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিলেন। নান্দনিক উপস্থাপনা, বর্নিল নাচ, শিক্ষার্থীদের পাঠদান, সাজ সজ্যার ডিজাইন সহ নানা প্রতিভায় আলোকিত সজিব। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ এর ভাতিজা। তাদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে।

Rising Youth Award প্রদানকারী কর্তৃপক্ষ তাদের ফেসবুকে সজিবুল ইসলামের পেশাগত পরিচয় সম্পর্কে লিখেছেন:-
পেশাঃ দক্ষ ফ্রিল্যান্সার
অভিজ্ঞতাঃ প্রায় ৫ বছর ধরে দক্ষতার সাথে ডিজিটাল মার্কেটিং সেবা নিয়ে ফ্রিল্যান্সিং করছেন। শুরুতে একক ফ্রিল্যান্সার হিসেবে যাত্রা শুরু ক্সলেও, পরবর্তীতে ৬-৮ জনের একটি দল তৈরি করেন এবং প্রায় ২ হাজার প্রজেক্ট সম্পন্ন করেন। বর্তমানে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং লেভেল-টু সেলার হিসেবে কাজ করছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ