২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুনিয়ার এই চূড়ান্ত ধোঁকায় পড়ে আমরা দিনদিন প্রতারিত হচ্ছি : ছারছীনা পীর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর ইবাদত করা। ইবাদাতের মাধ্যমে পরকালীন জীবন সুখী ও সমৃদ্ধ করা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা এই মহান উদ্দেশ্য ভুলে গিয়ে পার্থিব মোহে পড়ে নিজেদের খেয়াল-খুশিমতো চলছি। ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ-শান্তি ও ভোগ-বিলাসের পেছনে পড়ে মানুষ আখেরাতের চিরস্থায়ী সুখ-শান্তির কথা একেবারেই ভুলে যাচ্ছে। আসলে দুনিয়াটা হলো চূড়ান্ত ধোঁকার জায়গা। দুনিয়ার এই চূড়ান্ত ধোঁকায় পড়ে আমরা দিনদিন প্রতারিত হচ্ছি। আখেরাতে চিরস্থায়ী সুখ-শান্তি পেতে হলে ইবাদাত-বন্দেগির কোনো বিকল্প নেই। আখেরাতের চিরস্থায়ী জীবনে সুখ-শান্তি পেতে চাইলে নেক আমল ও তাক্বওয়া অর্জনের কোনোই বিকল্প নেই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন চৌদ্দগ্রাম রোডের মোহেব্বিয়া সড়কে অবস্থিত খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স ময়দানে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষকরে এলাকার মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ