পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে চালককে খুন করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়ার চরখালীর এক ধানক্ষেত থেকে অটোরিকশাটির চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. আনোয়ার হাওলাদার (৫৫) সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পার কার্ত্তিকপাশা গ্রামের লালু হাওলাদারের ছেলে। তিনি ওই অটোরিকশাটির মালিক।
এ ঘটনায় রবিউল (২২) ও রাজীব বেপারীকে (২৫) আটক করা হয়েছে। তাদের দুজনের বাড়ি সদর উপজেলায় বলে জানায় পুলিশ।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, গত সোমবার রাতের কোনো এক সময় দুমকির পাংগাশিয়া-ধোপারহাট সড়কের চরখালী এলাকায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় গতিরোধ করে অটো ছিনতাইয়ের চেষ্টা চালায় রবিউল ও রাজীব।
এ সময় অটোরিকশাটির মালিক ও চালক আনোয়ার হাওলাদার ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করলে ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে ধানক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ছিনতাই করা অটোরিকশা নিয়ে রবিউল ও রাজীব দুইজনে বিক্রির উদ্দেশ্যে গলাচিপা উপজেলায় নিয়ে যান।
খবর পেয়ে গলাচিপা থানার পুলিশ রবিউল ও রাজিবকে আটক করে অটোরিকশা জব্দ করে বলে জানান সঞ্জিব।
আসামিদের দেওয়া তথ্যে বুধবার সকালে পাংগাশিয়ার চরখালীর এক ধানক্ষেত থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।