দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ধর্ষন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পাঙ্গাশিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পাঙ্গাশিয়ায় ১৮ বছরের এক যুবতী মেয়ে ধর্ষন শিকার হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা আলতাফ তালুকদার বাদী হয়ে দুমকি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। এ ঘটনার জেরে দুমকি থানার এসআই মাহাবুব মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি মোঃ আবু বকর সরদার (২২) কে গ্রেপ্তার করে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে। জবানবন্দি রেকর্ড ও মেডিকেল রিপোর্টের জন্য ধর্ষনের শিকার ওই মেয়েকেও পটুয়াখালীতে পাঠানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।