২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

দুমকিতে পিলার চোরাচালানকালে সেই আলোচিত জ্বিন সত্তারসহ আটক ৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের সন্যামত বাড়ি থেকে পিলার সদৃশ্য একটি বস্তুসহ পিলার চোরাচালান চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। দুমকি থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে দুমকি থানার এসআই রাসেল মিয়ার নেতৃত্বে এসআই জাফর, এসআই সঞ্জীবসহ সঙ্গীয় ফোর্স স্থানীয় আব্দুস সত্তার সন্যামতের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি পুরনো পিলার সাদৃশ্য বস্তু (পুরাকীর্তি) জব্দ করা হয়। আটককৃত বাড়ির মালিক আব্দুস সত্তার ওরফে জ্বীন সত্তার (৬০) এর বাড়ি দুমকি উপজেলায়। মোঃ জামাল ওরফে ইদ্রিস মুনসী (৫০) ও মোঃ জলিল সরদার (৪২) এ দুজন ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পুরাকীর্তি আইন ১৯৬৮ এর ১৯/২০/২৩ চোরাচালান ধারায় এসআই মাহবুব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায় (০৯, ৩০/০৯/২১) গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা পিলার চোরাচালন চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। উল্লেখ্য, আটককৃত আব্দুস সত্তার ওরফে জ্বীন সত্তার ইতোপূরবে বিভিন্ন অপকর্মের দায়ে জেল খেটেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ