৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

এম এ আর নয়ন, চুয়াডাঙ্গা :

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১লা জুলাই) রাতে এ সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বরখাস্তের কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অস্বচ্ছলদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় জীবননগর উপজেলার বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস (রবি) এবং ইউপি সদস্য বৈদ্যনাথপুর গ্রামের শ্যামল মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে ঘর নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি এতদিন তদন্তাধীন ছিলো। তাদের বিরুদ্ধে নিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
তবে এ বিষয়ে জানার জন্য জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ