১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিসিসি থেকে বেতন নেন সাবেক মেয়রের বাসার কাজের লোক উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হ*ত্যাচেষ্টা মামলা ঝালকাঠি সদর হাসপাতাল : ফিল্ম না থাকায় দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার বরগুনায় ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই বরিশালে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম*রদেহ, পরিবারের দাবি হ*ত্যা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক বরিশালে এসএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে বাদলপাড়া কলেজের অধ্যক্ষ ! অপসারণ দাবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: দুর্নীতি,দলীয়করণ ও অর্থ আত্মসাতের অভিযোগে বাদল পাড়া মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাধারণ জনতা।
রোববার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদল পাড়া মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা।
শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি ২য় বর্ষের সুমাইয়া আক্তার সহ অনেকে জানান,দলীয় প্রভাব খাটিয়ে কলেজের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ চত্বরে আমরা অবস্থান নিয়েছি। দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা। আমরা শিক্ষা বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান চাই। এখানে কোন অনিয়ম- দুর্নীতি, দলীয়করণের সুযোগ থাকবে না।
শিক্ষার্থীদের অভিভাবক আল আমিন হাওলাদার বলেন, শিক্ষার্থীদের সাথে আমাদেরও একটাই দাবি নিয়ম ভেঙ্গে তিনি (অধ্যক্ষ) যেন এ কলেজে অনুপ্রবেশ করতে না পারেন।
আর অধ্যক্ষের ব্যাপক দুর্নীতি অনিয়মের ফলে ঐতিহ্যবাহী এ স্কুল অ্যান্ড কলেজের সার্বিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে বলে দাবি স্থানীয়দের।
কলেজের বাংলা প্রভাষক আরিফুর রহমান বলেন,অধ্যক্ষ মুজিবুর রহমান স্বেচ্ছাচারিতার চরম পর্যায় পৌঁছে গেছে যার ফলশ্রুতিতে এ আন্দোলন।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোসাদ্দেক হোসেন বলেন, প্রশাসনিক ও যথাযথ নিয়মে তাকে বরখাস্ত করার পরেও তিনি কলেজে এসে বিভিন্ন ভাবে দায়িত্ব নেয়ার চেষ্টা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলাকালে বাকেরগঞ্জ থানা পুলিশও সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায় নিয়ে এসেছে।
কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, বেসরকারি নীতিমালা অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিবে।

সর্বশেষ