২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

“দুর্নীতি বিরোধী” — লায়ন মোঃ গনি মিয়া বাবুল

“দুর্নীতি বিরোধী”

— লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্নীতির সংক্রামক রোগে
সাধারণ জনতা ভোগে,
যারা দুর্নীতি করে
তারা থাকে সুখে!
দেশ ধ্বংসের পথে।
সত্য অবনত বেশে
মিথ্যা চলে এগিয়ে,
দুর্নীতির ছলে বলে
দূর্ভোগ যাচ্ছে বেড়ে।
শহর কিংবা গ্রামে
দুর্নীতি ব্যাধির জ্বরে
মানুষ মরছে ধীরে
আমরা বাঁচব কি করে,
দুর্নীতি দূর না হলে?
দুর্নীতি বিরোধী অভিযানে
প্রত্যেকে জনে জনে
এসো এক পতাকাতলে।

পরিচিতিঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল (শিক্ষক, লেখক, সাংবাদিক ও সংগঠক)
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদ
৫১,৫১/এ, পুরানা পল্টন, ঢাকা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ