২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তেঁতুল খেলে কি শরীরের রক্ত পানি হয়ে যায়? জানুন আসল ঘটনা যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা প্রেমের ফাঁদে ফেলে মাদ্রাসাছাত্রীকে পতিতালয়ে বিক্রি উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন সারা বিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের আমি তো শাশুড়ি হয়ে গেছি: অভিনেত্রী শ্রাবন্তী সোমবার দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা সচিবালয় কর্মচারীদের জামায়াতের আমিরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক শেখ হাসিনা ও সাবেক সিইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা কোডেকের আয়োজনে কলাপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলজ গাছ বিতরণ

দেলাওয়ার হোসাইন সাঈদীকে দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল আ.লীগ : মাসুদ সাঈদী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার আলাদা একটি দল গঠন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী।

শনিবার (২ নভেম্বর) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলনে তিনি এই দাবি করেন।

মাসুদ সাঈদী বলেন, ‘২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার তাকে ৪১ দিন রিমান্ডে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল। এরপর তাকে একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আলাদা দল গঠন করে দেয়ার জন্য পাঁচবার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি।’

উপজেলা পরিষদের সাবেক এ চেয়ারম্যান আরও বলেন, ‘সরকারি খরচে দল গঠন করে দেয়ার পর বাবাকে বিরোধীদলীয় নেতা করারও প্রস্তাব দেয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। তবে তিনি তার নীতি ও আদর্শ থেকে একচুল পরিমাণও বিচ্যুত হননি। ফলে আওয়ামী লীগ সরকার তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে জেল হাজতে রেখেছিল।’

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখা আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন: ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ইমাম পরিষদের জেলা কমিটির সভাপতি মো. আ. হালিম, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ