পটুয়াখালী প্রতিনিধি ::: বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক বলেছেন, বাংলাদেশে এখন ৪৫টির বেশি টেলিভিশন ও ৩ হাজারের বেশি দৈনিক পত্রিকা চলমান। এ দেশের গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। তারা তাদের মতো করে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মানুষকে নিয়ে তথ্য প্রদান করছে। বিভিন্ন বিষয়ে তারা জানান দিচ্ছেন। অবগত করছেন এবং প্রতিবেদন দিচ্ছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় পটুয়াখালীতে তথ্য কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তথ্য অধিকার আইন বঙ্গবন্ধুর সংবিধানের ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালে আইনটি সংসদে পাশ করেন। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়িত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক প্রশাসন ডক্টর আব্দুল হাকিম, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।