২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের সাধারণ মানুষের মধ্যে আস্থা আনার লক্ষ্যে দেশের একটি শীর্ষস্থানীয় পূর্ণাঙ্গ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করছে।
গ্রাহক সেবার দৃঢ প্রতিজ্ঞায় দেশজুড়ে ৮৫টি শাখায় ছড়িয়ে আছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম। নিরলস ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে এনআরবি ইসলামিক লাইফ আছে সর্বদা এগিয়ে।
এই ইন্স্যুরেন্স কোম্পানির অন্যতম অঙ্গীকার ২৪ ঘণ্টা থেকে সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করা। অঙ্গীকার অনুযায়ী, দাবি পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র চার দিনের মধ্যে গ্রাহকের মনোনীত-ব্যক্তিকে বীমা দাবি পরিশোধ করা হয়।
এছাড়া দেশীয় সব জীবনবীমা প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য়, ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন। ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এনআরবি ইসলামিক লাইফ অর্জিত প্রিমিয়াম ২০২১ সালে ৫ কোটি ৫৬ লাখ, ২০২২ সালে ২৯ কোটি ৭০ লাখ, ২০২৩ সালে ৪৬ কোটি ২৪ লাখ, ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ।
এনআরবি ইসলামিক লাইফের সারা বাংলাদেশে মোট গ্রাহক সংখ্যা ২৭ হাজার ৩৮৭ জন। মোট সম্পদ ৪৪ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৬ টাকা। লাইফ ফান্ড ১৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা।বিনিয়োগ ১৬ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৪৩৬ টাকা। বীমা দাবি পরিশোধ ১ কোটি ৬৬ লাখ টাকা। অনুমোদিত মূলধন ১ কোটি এবং পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে সফলতার সঙ্গে তিন বছর ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. শাহ্ জামাল হাওলাদার।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম চলছে। বরং পূর্বের চেয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও দুর্বার গতিতে এগিয়ে চলছে।

সর্বশেষ