২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে : পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক :::: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার বলেছেন- শুধু জন্মদিন পালন করলাম কিন্তু বঙ্গবন্ধুকে চিনলাম না, জানলাম না এটা যেন কোন ভাবেই না হয়। বঙ্গবন্ধু কে ছিলেন, আর কীভাবে এ দেশ স্বাধীন হয়েছে, তা আপনার সন্তানকে বলেন। তাদেরকে বঙ্গবন্ধু, দেশ ও দেশের ইতিহাস জানানোর দায়িত্ব কিন্তু আমাদের।

আজ শুক্রবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে সকলের
উদ্দেশ্যে বলেন, শুধু জন্মদিন পালন করলাম কিন্তু বঙ্গবন্ধুকে চিনলাম না, জানলাম না এটা যেন কোন ভাবেই না হয়। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু, এ দেশ এবং দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধু কে ছিলেন, আর কীভাবে এদেশ স্বাধীন হয়েছে। তা আপনার সন্তানকে একদিন সময় করে বলেন। প্রকৃত ইতিহাস জানানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের। পৃথিবীর খুব কমসংখ্যক দেশের মানুষেরই সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুকে দেখার। আর তারাও সময়ের পরিক্রমায় পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তাই বঙ্গবন্ধু, এদেশ এবং দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ধরে রাখতে হলে আমাদেরকে তরুণ প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে। যেটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

এরআগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকাল ৯ টায় বরিশাল সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বঙ্গবন্ধু উদ্যানে এসে সমাপ্ত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীকসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন ও বিভিন্ন স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ