নিজস্ব প্রতিবেদকঃ ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মোঃ মনির হোসেনকে চায় ভবানীপুর ইউনিয়নবাসী।
তাদের মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়নে তৃণমূলের ব্যাপক ভূমিকা পালন করবেন তিনি।
মোঃ মনির হোসেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
ইতোমধ্যে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে সকলের কাছে দোয়া চাইছেন তিনি। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে বাড়ীতে উঠান বৈঠক ও গণসংযোগ করবেন বলে জানান এ প্রার্থী।
চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মনির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করার প্রয়াসে আমি জনগণের ও এলাকার সেবক হতে চাই। ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলের হাতকে শক্তিশালী করতে চাই। তার দিকনির্দেশনায় এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আশা করি, আমি এ কাজে সফল হবো। ইনশাআল্লাহ।