৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয় ধাপে বরিশালের দুই উপজেলায় নির্বাচিত হলেন খসরু-টিপু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক ::: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগণনা শেষে মঙ্গলবার (২১ মে) মধ্যরাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

মুলাদী উপজেলায় চেয়ারম্যান হয়েছেন জহিরউদ্দিন খসরু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৬ হাজার ভোট বেশি পেয়েছেন তিনি। এছাড়া হিজলা উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আলতাফ মাহমুদ দিপু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় তিন হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

মুলাদী উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ওহিদুজ্জামান আনোয়ার তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার শোভা নির্বাচিত হন।

এদিকে হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম মাহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা ইসলাম তুহিন নির্বাচিত হয়েছেন।

মুলাদীতে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন ৩৩ হাজার ৩৪ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারিকুল হাসান খান পান পেয়েছেন ২৭ হাজার ৯ ভোট। মুলাদী উপজেলা নির্বাচনের মোটর ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ২৬৭ জন। ৭২টি কেন্দ্রে নেওয়া হয় ভোট।

অন্যদিকে হিজলায় চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু ২৫ হাজার ২৫৮ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালী পান ২২ হাজার ৬৬২ ভোট। হিজলা উপজেলা নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬২১ জন। মোট ৪৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।

রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, এ দুই উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। মুলাদীতে ৩৪ দশমিক ৯১ এবং হিজলায় ৩৮ দশমিক ৯ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

সর্বশেষ