২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্মে-বর্ণে বৈচিত্র থাকলেও সৃষ্টিগতভাবে আমরা সকলে মানুষ : ছারছীনা পীর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের সবাইকে মহান আল্লাহ হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.) থেকে সৃষ্টি করেছেন। সর্বোপরি সকল সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। ইসলাম হচ্ছে মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। তথাপিও সমাজে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য ইসলাম বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো যথার্থভাবে বাস্তবায়িত হলে পারস্পরিক সুসম্পর্ক, সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে যুগে যুগে অসংখ্য মানুষ স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। কোনো ধরনের চাপ বা বল প্রয়োগ করে ইসলামে দীক্ষিত করার কোনো বিধান নেই। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। মুসলিম সমাজেও অমুসলিমরা নিজেদের পরিমন্ডলে ধর্মীয় উৎসব উদযাপন করবে। এছাড়াও আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য ও সেবার আদান-প্রদান সব ধর্মের মানুষের সঙ্গে পরিচালনা করতে পারবে। এককথায় সকল মানুষের প্রতি উদার মনোভাব পোষণ ও মানবীয় আচরণ প্রদর্শন ইসলামের অন্যতম শিক্ষা। সব ধর্মের মানুষ প্রতিবেশী হতে পারে। প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন প্রতিবেশী হিসেবে তাদের প্রতি সদয় আচরণ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনে কোনো প্রকার ত্রুটি করা যাবে না। সর্বোপরি সকলকে স্মরণ রাখতে হবে ধর্মে-বর্ণে বৈচিত্র থাকলেও সৃষ্টিগতভাবে আমরা সকলে মানুষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন সমুদয়কাঠি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয় ও বিশেষভাবে মুর্দেগাণদের জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন।

সর্বশেষ