লক্ষ্মীপুরের কমলনগরে ধানক্ষেত থেকে ফারুক হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের ফসলি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত ফারুক রামগতি উপজেলার চরসীতা ইউনিয়নের চরসীতা গ্রামের বাসিন্দা। তিনি একই উপজেলার জমিদারহাট বাজারের হেলাল উদ্দিনের চা দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধানক্ষেতে ফারুকের মরদেহ পড়ে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।