“ধূসর রং”
— মাসুম বিল্লাহ্
আজব মানব মনের কত যে কল্পনা,
মনের ক্যানভাসে আঁকে রঙিন আলপনা ৷
মনের গীরিখাতে তার হাজারো জল্পনা,
সুখতারার কল্পতাড়ু তাও অল্প’না ৷
স্বপ্নেরা মেঘে মেঘে উড়ে আসে রোজ,
পায়রার পাখায় মেলে প্রেয়সীর খোঁজ ৷
যৌবনে মৌবনের হাজারো আবির,
প্রেয়সীর আঁচলে খুঁজে সুখের নীড় ৷
মার্বেল পাথরে দেখে নিজের ছায়া,
মোহময় জীবনের এঁকে যায় মায়া ৷
উজ্বল উচ্ছল জীবনের বাঁকে বাঁকে,
রংধনুর সাত রং লুকিয়ে থাকে৷
সব রং ই রঙিন হয় স্মৃতির ক্যানভাসে,
একটি রং আড়ালে বসে মুচকি হাসে!
সেই রং নিয়ে ঝং আসে সর্বনাশে,
ধূসর গোধূলী আঁকে জীবনের চারপাশে ৷
প্রিয়ার হরিণী চোখ ও হয়ে যাবে ঘোলাটে,
বিবর্ণ ধূসর রং জীবনের মলাটে!
০৩/১২/২০২১