২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নকল দেউলিয়া —সুনিল বরন হালদার।

নকল দেউলিয়া

-সুনিল বরন হালদার।

টাকা ধার লাগে যদি

ব্যাংক থেকে নেবো

মনের ভাবনা এই টাকা

ফেরত না দেবো।

ব্যাংক থেকে লোন করা

সেই টাকা আমার

হাজার রকম ছল ছুতায়

সময় নেবো শতবার।

জোড় করে ফেরত নেওয়া

অনেক কঠিন ভাই

খুজতে এলে দেখতে পাবে

টাকার চিহ্ন নাই।

নিজের টাকা ধার দিতে

করে হাজার বিচার

ঋন দিতে অন্যের আমানত

মন অনেক উদার।

কোন পথ না পাই যদি

আসে যদি হুলিয়া

অন্যের টাকা হজম করতে

সাজবো নকল দেউলিয়া।

        —–o—

সুনিল বরন হালদার।

খান মঞ্জিল

৩৪ মল্লিক রোড, বরিশাল

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ