নকল দেউলিয়া
-সুনিল বরন হালদার।
টাকা ধার লাগে যদি
ব্যাংক থেকে নেবো
মনের ভাবনা এই টাকা
ফেরত না দেবো।
ব্যাংক থেকে লোন করা
সেই টাকা আমার
হাজার রকম ছল ছুতায়
সময় নেবো শতবার।
জোড় করে ফেরত নেওয়া
অনেক কঠিন ভাই
খুজতে এলে দেখতে পাবে
টাকার চিহ্ন নাই।
নিজের টাকা ধার দিতে
করে হাজার বিচার
ঋন দিতে অন্যের আমানত
মন অনেক উদার।
কোন পথ না পাই যদি
আসে যদি হুলিয়া
অন্যের টাকা হজম করতে
সাজবো নকল দেউলিয়া।
—–o—
সুনিল বরন হালদার।
খান মঞ্জিল
৩৪ মল্লিক রোড, বরিশাল