২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার।। নগরীর ২৩ নং ওয়ার্ড সরদারপাড়া ব্রাঞ্চ রোড এলাকায় চাঁদা না দেয়ায় আলামিন মোল্লা (৩৩) নামে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগ নেতা নাঈম ও তার সহযোগীরা। এ সময় নগর ২৩ হাজার টাকা, স্বর্ণের আংটি ও দুটি উন্নত মানের মোবাইল ফোন টেনে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় ওই এলাকার মসজিদ হাওলাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। আহত আলামিন মোল্লাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আলামিন মোল্লা বলেন, কয়েকদিন পূর্বে মজিদ হাওলাদারের ছেলে আনিসের কাছ থেকে ১৩.৬৯ শতাংশ জমি ক্রয় করেন তার বোন মাহমুদা বেগম । তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার দুপুরে সরকারি আমিন দিয়ে জমির পরিমাণ ও সীমানা নির্ধারণ করে। এ সময় আনিসের ভাগ্নে সরকারি হাতেম আলী কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি নাইম ও তার বাবা আতাউর রহমান সহ অজ্ঞাত আরো কয়েকজন মাহমুদার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় আমি বাধা প্রদান করায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে নাঈম সহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মডেল থানার অফিসার্স(ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ