নিজস্বপ্রতিবেদক : নগরীর গগন গলি ৬ নং ওয়ার্ডে সুরাইয়া (১৮) নামের এক যুবতী কে উত্বক্ত্য করার প্রতিবাদে মারধর।
আজ দেড় টার দিকে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত যুবতী সুরাইয়া কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।আহত সূত্রে জানাগেছে গেছে গগন গলির ৬ নং ওয়ার্ডের জশিম বিশ্বাসের মেয়ে সুরাইয়াকে বিভিন্ন সময় উতক্ত্য করতো তাদের প্রতিবেশি ভাংগারি সেলিমের ছেলে ইয়াসিন।ইয়াসিন বিভিন্ন সময় রাস্তা ঘাটে উত্বক্ত্য করতো।এনিয়ে প্রতিবাদ করায় ২ মাস আগে হামলা চালায় ভাংগারি সেলিম গং।এ বিষয়ে স্থানীয় কাউন্সলর এর কাছে নানানো হলেও কোন সুরাহা পায়নি পরিবার।এর পর থেকে বিভিন্ন সময় হুমকি ধামকি দেয় ভাংগারি সেলিমের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে গতকাল দুপুর দেড়টায় সুরাইয়াকে একা পেয়ে তাদের হামলা চালায়।এ সময় সেলিম,জাবেদ,কহিনুর,লিয়া,লিমা,রুমা,গামা রুমা,ও তাসলিমা লাঠি দিয়ে পিটিয়ে গুরত্বর যখম করে।পরে স্থানীয়রা আহতর ডাকচিৎকারে ছুটে আসলে মূমুর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত সুরাইয়াকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে প্রেরন করে।এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।