নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃতি সন্তান সদ্য পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত (এসপি) জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ শিমুল কে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী, ইউনিয়ন বাসী, সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংগঠন। এসপি শিমুল, বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনৈতিক নেতা নন্দীগ্রাম উপজেলার গর্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম দুদু’র সর্বকনিষ্ঠ সন্তান। ২৬শে ডিসেম্বর সকাল ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৩নং ইউনিয়নের অন্তর্গত এসপি শিমুল এর নিজ জন্মস্থান গ্রাম চৌদিঘী হাইস্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নিজ গ্রাম ও ইউনিয়ন বাসী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রাম ও ইউনিয়ন বাসীর সঙ্গে এসপি মহোদয় কে ফুল দিয়ে সংবর্ধনা জানান, উপজেলা ছাত্রলীগ, উপজেলা আরজেএফ, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব, উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, আরসিএমকে যুব ক্রীড়া সংগঠন সহ বিভিন্ন সংগঠন। মোঃ শামছুল আশরাফ মন্টুর সভাপতিত্বে ও আরজেএফ সাংবাদিক খাইরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম, রামকৃষœপুর চৌদিঘী দি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, স্ত্রী সেলিনা আশরাফ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানটির সার্বিক তত্ববধায়ন ও সহযোগীতায় ছিলেন, ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ আল বাকী।
