২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নয়াপল্টনে বিএনপির ঝটিকা মিছিল, আটক ১

বরিশাল বাণী ডেক্স—–

রাজধানীর নয়াপল্টন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করে বিএনপি কর্মীরা। ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় অভিমুখে আসা এ মিছিলে ১৫ থেকে ২০ নেতাকর্মী অংশ নেন। এ সময় ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করেছে বিএনপির এক কর্মীকে।

শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে।

মিছিল থেকে একজনকে আটক করার তথ্য নিশ্চিত করে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস বলেন, বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। তখন একজনকে আটক করেছি।

এ মিছিলে অংশ নেওয়া গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার বিএনপি কর্মী সোহাগ খান বলেন, আমরা ১৫-২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে। তখন আমরা গলিতে ঢুকে গেলে আমাদের আর ধরতে পারেনি পুলিশ

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ