ঝালকাঠি প্রতিনিধি ::: দুর্নীতির অভিযোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ঝালকাঠির নলছিটি শাখার উপ-সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারকে বদলি করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ওজোপাডিকোর ঝালকাঠির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ২৯ জুন অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে বৈদ্যুতিক পোল বাণিজ্য, বৈদ্যুতিক মিটার বাণিজ্য, মিটার ছাড়া লাইন দিয়ে বিদ্যুৎ বাণিজ্য ও গ্রাহকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে উপ-সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারের বদলির দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট সড়কে আবাসিক প্রকৌশলীর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী।
এলাকাবাসীর মানববন্ধনের বিষয়টি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে কিশোর ঢাকইদারের দুর্নীতির বিষয়ে টনক নড়ে ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
সংবাদ প্রকাশের পরপরই কিশোর ঢাকাইদারের দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল শেষে দুর্নীতির অভিযোগে ওজোপাডিকোর নলছিটি শাখা থেকে তাকে খুলনায় বদলি করা হয়েছে।