নিজস্ব প্রতিবেদক ।। ঝালকাঠির নলছিটিতে জমি জমা সংক্রান্ত বিরোধীদের জের ধরে মোঃ মোতালেব শাহ ফকির (৬০) তার মেয়ে সিপু আক্তার )৩৫) ও আয়েশা আক্তার (২৫) কে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার দুপুর ১টায় নিজ বাড়ির ভিতরে ঢুকে তাদেরকে মারধর করা হয়।
আহতরা হলো ওই থানার ৪ নং রানাপাশা ইউনিয়নের উত্তর কাঠিপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শাহ ফকিরের ছেলের মোতালেব শাহ ফকির ও তার মেয়েরা।
বর্তমানে আহতরা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পিতা ও দুই মেয়েকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে । প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা লতিফ শাহ ফকির গং দের সাথে ৩৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত বিরোধ চলমান। লতিফ শাহ ফকির ওই জমি জোরপূর্বক ভাবে ভোগ দখল করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মীমাংসা কথা বললেও তারা কোন কিছুর পরোয়া করে না। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন এরই জের ধরে লতিফ শাহ ফকির, জুয়েল ফকির ,হালিমা ,শিরিন ,সজল ,সাব্বির ,জুয়েল সহ অজ্ঞাত ৪-৫ জন সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।
এ সময় ঘর দুয়ার ভাঙচুর, ৫০ হাজার টাকা , স্বর্ণ অলংকার লুটপাট করে সন্ত্রাসীরা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।