ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির নলছিটিতে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে রমজান হাওলাদারকে (১৭) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ভারানি এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডে কথা স্বীকার করেছে সে।
রমজান হাওলাদারের দাবি, তার মাকে মারধর ও নির্যাতন করায় তিনি তার বাবা খলিলুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে দক্ষিণ রানাপাশা গ্রামের বাড়িতে খাবার খেয়ে ছেলে রমজান হাওলাদারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বাবা খলিলুর রহমান। মধ্যরাতে ঘুমন্ত বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ছেলে রমজান। পরের দিন রোববার সকালে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে পলাতক ছিলো। পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ভারানি এলাকা থেকে তাকে আটক করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ছেলে রমজান পলাতক ছিল। আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে রমজান পুলিশকে জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে মায়ের ওপর শারীরিক নির্যাতন করে আসছিলো। ঘটনার রাতেও মাকে মারধর করেন বাবা খলিলুর রহমান। এতে ক্ষোভে সে বাবাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
তবে, এ ঘটনায় রমজানের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি জানিয়ে ওসি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।