২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

নলছিটিতে রুম্মান হত্যা, বিচারের দাবীতে সড়ক অবরোধ

নলছিটি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে আলোচিত আনিচ বিশ্বাস ওরফে রুম্মান হত্যাকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল সাড়ে দশটায় দপদপিয়ার জিরোপয়েন্টে এলাকাবাসী জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এসময় সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পরে।

বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার আইনে বিচার দাবী করেন। এসময় নিহতের আত্বীয়স্বজনসহ এলাকাবাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও নলছিটি থানা ওসি(তদন্ত) আব্দুল হালিম তালুকদার। পুলিশ সুপার বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য গত রবিবার দিবাগত রাতে আনিচ বিশ্বাস রুম্মানকে তার নিজ বাড়ীর সম্মুখে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের স্বজন মিঠু বিশ্বাস নলছিটি থানায় হত্যায় জরিতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ