ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর রানার পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
গ্রেপ্তার ব্যক্তির নাম মামুন হাওলাদার (৪৫)। তিনি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার মৃত ইউসুব আলী হাওলাদের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেনাবাহিনী রানার পদে চারজনকে চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি ২ হাজার করে মোট ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল কোম্পানির সিম ও একটি পাসপোর্ট পাওয়া যায়।
ওসি মুরাদ আলী বলেন, মামুন হাওলাদারের বিরুদ্ধে সেনাবাহিনী কাছে প্রতারণার অভিযোগ আসে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।