৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাজিরপুরে আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতনিধি ::: পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১০ নভেম্বর) গ্রেপ্তারকৃত দুই নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে ফিরোজ ও দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে নিজ বাসভবন থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ আহমেদ উপ‌জেলার শাখারীকাঠী ইউনিয়‌নের হোগলাবুনিয়া গ্রা‌মের আমির আহমেদের ছেলে এবং পলাশ তরুয়া উপজেলার দেউলবাড়ীদোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের চিত্তরঞ্জন তরুয়ার ছেলে। ফিরোজ শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং পলাশ তরুয়া দেউলবাড়ী দোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

না‌জিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফ‌রিদ জানান, তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে। এ অভিযোগে আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ