১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নাজিরপুরে ঘরে ইট ছুঁড়ে মারার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার সাতকাছিমা এলাকার গাদেরহাটে এ ঘটনা ঘটে নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান।

নিহত আব্দুস সবুর হাওলাদার (৪০) নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা (গাদেরহাট) গ্রামের মো. সোবাহান হাওলাদারের ছেলে।

আটক মো. মিজানুর রহমান মৃধা (২৫) একই এলাকার মাহাতাব মৃধার ছেলে ও স্থানীয় মৃধা বাড়ি মসজিদের ইমাম।

নিহতের মেয়ে কারিশমা খানম বলেন, “ভোরে মিজানুর তাদের ঘরে ইট ছুঁড়ে মারে। এ সময় বাবা ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে মিজানুর দা দিয়ে তার বুকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।”

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ঈশিতা সাধক নিপু বলেন,“সবুর হাওলাদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ ঘটনায় হত্যাকারী মিজানুরকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ