পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ মিস্ত্রী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নিজ ঘরে তার মৃত্যু হয়। নিহত অরূপ মিস্ত্রী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে ও নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অরুপ মিস্ত্রি তার নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় (সিলিং ফ্যান) সংযোগ দেয়ার কালে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তার পরিবারের লোক জন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় ও ডাক্তার অতনু মিত্র জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.আশ্রাফুজ্জামান জানান, বিদ্যুতায়িত হয়ে ওই কলেজ ছাত্রের মৃত্যুর খবর শুনে বিষয়টি তদন্তের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।