৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষ*ণের প্রতিবাদ করায় মা ও ফুফুকে মা*রধ*র আ.লীগকে নিষিদ্ধ-স*ন্ত্রা*সীদের বিচারের দাবিতে বরিশালে ছাত্র আন্দোলনের মশাল মিছিল বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হা*ম*লা, গু*লিবি*দ্ধ ৩ টিয়া মনির কোচিংয়ে যাওয়া হলোনা পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেচিঁয়ে প্রাণ গেলো ভোলায় ৫ কবরের লা*শ-কাফনের কাপড় চু*রি কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ! বাউফলে বিএনপির জনসভায়  তারেক রহমানের ৩১ দফা মেরামত উপস্হাপন। বরিশাল পলিটেকনিকের নবীনদের বরণ করেছে ইসলামী ছাত্র শিবির

নাজিরপুরে ভ্যান চালিয়ে বিএ পাশ করলেন হায়দার আলী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে ভ‌্যান চা‌লি‌য়ে বিএ পাশ করেছেন মো. হায়দার আলী (৪৫) না‌মে এক ব‌্যক্তি। তি‌নি পেশায় একজন ভ‌্যান চালক।

হায়দার আলী উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি ১৯৯৪ সালে মাধ্যমিক পাস করেন। সংসা‌রের অভাব অনট‌নের কার‌নে বাধ‌্য হ‌য়ে শিক্ষাজীব‌নের ইতি টান‌তে হয় তার। পরবর্তী‌তে বাংলা‌দেশ উন্মুক্ত বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তি হন তি‌নি। পরিবারের দায়িত্ব, স্ত্রী-সন্তানদের প্রতি কর্তব্য পালন ক‌রার প‌রেও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ ক‌রেন এবং ২০২৪ সালে বিএ পাশ করেন। এবার তার স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। কিছুই বাঁধা হতে পারেনি তাকে শিক্ষা অর্জনের পথে। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং মাঝেমধ্যে দিনের অবসরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। ইংরেজিতে তার বেজায় দখল এবং আগ্রহ। ব্যক্তিগত জীবনে হায়দার আলী চার সন্তানের জনক।

তিনি জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে ৩শ থেকে ৪শ টাকা আয় হয়। পৈতৃক সম্পত্তির মধ্যে তার একটি টিনের ঘর এবং মাত্র ৬ শতাংশ জমি আছে।

হায়দার আলী দৃঢ়তার সাথে আরও বলেন, যত বছরই লাগুক আমি এম এ পাস করবই। এটা আমার স্বপ্ন। যদি সরকা‌রি কোন সহ‌যোগী পাই তাহ‌লে আমার প‌ক্ষে এম এ পাশ করা সহজ হত। চাকরি প্রাপ্তির জন্য না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা থেকে এ শিক্ষা অর্জন ক‌রেছি। তারপ‌রেও য‌দি এক‌টি চাক‌রি পেতাম প‌রিবার প‌রিজন নি‌য়ে সু‌খে দিন কাটা‌তে পারতাম।

শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম‌্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, এখান থেকে বুঝা যায় যদি মানুষের ইচ্ছা শক্তি ও পরিশ্রম করার মানসিকতা থাকে তবে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এটি আমাদের জন্য আনন্দদায়ক বিষয়ক। যদি কখনো তার প্রয়োজন হয় সহযোগিতার তবে আমি তার পা‌শে দাড়াব। তার এ সাফল্যে দেখে অনেকেই শিক্ষা অর্জনের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে।

এ‌ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী জানান, সমাজ‌সেবায় এক‌টি শিক্ষাবৃ‌ত্তি থা‌কে, য‌দি সে আবেদন ক‌রেন তাহ‌লে আমি চেষ্টা ক‌রে দি‌তে পারব।

সর্বশেষ